নাম : আধার রাতের বন্দিনী
লেখক: আমীরুল ইসলাম
প্রকাশনী: : নাঈমা প্রকাশনী
ভাষা : bangla
কিছু অংশ পড়ে দেখুন
অন্যদিনের মতো আজও গোসল ও খানাপিনা সেরে কিতাবাদি-খাতা-কলম নিয়ে ছাত্রাবাস হতে ক্লাসরুমে প্রবেশ করি। ক্লাস শুরুর আর মাত্র পাঁচ মিনিট বাকি। ছাত্ররা নিজ নিজ আসনে বসে হুজুরের আগমনের অপথ-পানে অধীর আগ্রহে চেয়ে আছে। দপ্তরী তৃতীয় তলায় ঝুলান ঘণ্টায় দশটি আঘাত হানার সাথে সাথে প্রথমপ্রিয়ডের হুজুর ক্লাসে আসবেন। কিন্তু আজ অন্যদিনের মতো ঘণ্টাটি শোনা গেলোনা। এলো পাগলা ঘণ্টার বিপদ ধ্বনি। পাগলা ঘণ্টা শোনার সাথে সাথে ছাত্ররা যার যার কিতাবাদি যথাস্থানে রেখে দিয়ে ছুটল মসজিদপানে। এক এক করে অল্পক্ষণের মধ্যেই মসজিদটি কানায় কানায় ভরে গেলো। এখন কেউ আর রুমে নেই, নেই আঙিনায়। বড় হুজুর মলিনমুখে মিম্বরের হাতলে হাত রেখে আমাদের দিকে ফিরে দাঁড়ালেন। তার চোখ দুটি লাল, অশ্রুভেজা। তিনি ক্ষীণ আওয়াজে ভাঙ্গা ভাঙ্গা সুরে বললেন, বাবারা! দুরুদ-এস্তেগফার পড়ে খুব বিনয়ের সাথে একাগ্রচিত্তে দোয়ায়ে ইউনুস পাঠ করো। দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ।
আমরা নিয়মানুযায়ী দরুদ-এস্তেগফার পড়ে গুন গুন শব্দে ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমীন’ পড়তে লাগলাম। এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হিসাব করে দেখা গেলো, সােয়া লাখের অধিক পড়া হয়েছে। বড় হুজুর আবার উচ্চস্বরে দুরুদ এস্তেগফার পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। আমিন, আমিন রবে মসজিদ প্রকম্পিত হয়ে ওঠলো।
দ্বীর্ঘ মুনাজাত শেষে বড় হুজুর মিম্বরে দাড়িয়ে বললেন; হে আমার আজিজ তলাবা ও সহকারী আসাতিজাবৃন্দ! সমরকন্দের জামে মসজিদের খতীবসহ দশ-বারো জন আলেমকে কমিউনিস্টরা ধরে নিয়ে এক জাগায় বিবস্ত্র করে ব্রাশ ফায়ারে শহিদ করে দিয়েছে। শুনে শত শত ছাত্রের জবান থেকে ইন্না-লিল্লাহি অয়া ইন্না ইলাইহি রাজিউন বেরিয়ে এল। হুজুর আরো বললেন, ‘ওরা শহরের বড় বড় বেশ কয়েকটি মাদ্রাসার উস্তাদ-ছাত্রদের ধরে নিয়ে গেছে। তাদেরকে কোথায় কিভাবে রেখেছে, তার সন্ধান আজও মেলেনি। আমাদের মাদ্রাসাসহ আরওকয়েকটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের নামও তালিকাভুক্তকরেছে। কম্বিং অপারেশন চালিয়ে দু-একদিনের মধ্যে আমাদেরকেও ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমি এ সংবাদ পেয়েছি। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হল। তোমরা নিজ নিজ দায়িত্বে ছামানাপত্র নিয়ে অল্প সময়ের মধ্যে মাদ্রাসা ত্যাগ কর। দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করতে থাক আর খুব বেশি বেশি দোয়া করতে থাক।
এতটুকু বলতে না বলতে বড় হুজুর অবোধ বালকের ন্যায় হাউ-মাউ করে কেঁদে ফেললেন। সবার চোখে পানি, সকলের চেহারায় মলিনতার ছাপ। ঠিক এই মূহুর্তে অচেনা এক যুবক জুতা পায়ে পবিত্র মাসজিদে ঢুকল। পরনে তার হাফপ্যান্ট, গায়ে হাফশার্ট, বুকে লাগানো কাস্তে-হাতুড়ি মার্কা স্টিকার। মোটা মোটা গোঁফ, চোখ দুটি টকটকে লাল, হাতে হ্যান্ডমাইক। কটিদেশে ঝুলান ইয়া বড় খঞ্জর। দেখলেই মনে হয়, সে যেন নরখাদক-জল্লাদ। মসজিদে প্রবেশ করেই হ্যান্ড মাইকটি অন করে তেজোদ্দীপ্ত কন্ঠে বলতে শুরু করলো, ‘হে এদেশের আবর্জনা-জঞ্জাল মৌলবাদী রুহানীরা! আমাদের চরম ও পরম মুক্তিদাতা লেলিনের আদর্শ গ্রহণ কর। তবেই তোমরা পরম সুখে এদেশে বসবাস করতে পারবে। এখন আর মরুদেশের ধর্ম, মোহাম্মদের ধর্ম এদেশে চলবে না। মিস্টার লেলিন, স্টালিন আর কার্ল মার্কসের মতবাদ, চিন্তা ও আদর্শ ছাড়া অন্যসব মতবাদ অচল। কেউ যদি এর বিরোধিতা কর, তবে তার পরিনাম হবে খুবই ভয়াবহ।
যুবকটি এ কথাগুলো বলল সমরকন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া শাহী মসজিদে দাঁড়িয়ে কয়েক ডজন উস্তাদ ও শত শত ছাত্রের সম্মুখে। কেউ মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে চোখ রাঙ্গিয়ে পাপিষ্ঠ যুবকের কথার উত্তর দিতে হিম্মত পেলেন না। হিম্মত হলো না প্রতিবাদ জানানোর। তার বক্তৃতার জবাব দেওয়ার জন্য আমি অগ্নিশর্মা হয়ে দাঁড়াতে চাইলাম, কিন্তু পাশের ছাত্রদের বাঁধার কারণে তা পারলাম না। খুব কষ্ট করেই হজম করতে হল সেই দৃশ্য। যুবকটি বিনা বাধায়, বিনা প্রতিরোধে যাকে বলে নিরাপদে মসজিদ ত্যাগ করলো।
ওস্তাদ-ছাত্ররা নিঃশব্দে যার যার রুমের দিকে মন্থর গতিতে অগ্রসর হতে লাগলো। কারো মুখে হাসি নেই, ভাষা নেই, আছে শুধু আখি ভরা পানি টলমল। মূহুর্তের মধ্যে কে যেন হৃদয়ের আনন্দ কেড়ে নিয়ে গেলো। নিয়ে গেলো গাল ভরা হাসি আর কিতাব পড়ার গুন গুন রব। মাঝে মধ্যে দু একজন ছাত্র অবুঝ মনকে বুঝ মানাতে ব্যর্থ হয়ে হাউমাউ করে কেঁদে উঠে। একে অপরের দিকে অপলক নেত্রে তাকিয়ে কি যেন অবলোকন করছিল। সেই করুণ দৃশ্য আমি আজো ভুলতে পারিনি।…….
আধার রাতের বন্দিনী PDF
আমার এক দেখায় পূর্ণ বই পড়ার মাঝে আধার রাতের বন্দিনী বইটি প্রথম। বর্তমান সময়ের সাথে পূর্ণ উপযোগী বইটি।
সব খন্ড একত্রে অ্যাপস আকারে পেতে এখানে ক্লিক করুন
আধার রাতের বন্দিনী ১-৫ pdf download
আধার রাতের বন্দিনী ২ খন্ড pdf download
আধার রাতের বন্দিনী সব খন্ড pdf
আধার রাতের বন্দিনী ৩ খন্ড pdf download
Adhar Rater Bandini
আঁধার রাতের বন্দিনী
Adhar rater bondhini
আধার রাতের বন্দিনী