ইসরায়েল ও হুথিদের মধ্যে সংঘর্ষ বাড়ছে: ব্যালিস্টিক মিসাইল, পাল্টা হামলা ও যুদ্ধের উত্তেজনা।
১৯ ডিসেম্বর, ইয়েমেনি হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন-২’ ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। এই হামলায় তেল আবিবসহ একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে। হুথিরা তাদের অভিযান সফল হয়েছে বলে দাবি করে। যদিও ইসরায়েল এই ঘটনায় শুধুমাত্র রামাত গানের একটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে।
এর প্রতিক্রিয়ায়, ইসরায়েলি বিমান বাহিনী পাল্টা হামলা চালায়। হুথিদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানে। এই হামলা ছিল গত পাঁচ মাসে ইসরায়েলের তৃতীয় হামলা এবং এবার প্রথমবারের মতো ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্যবস্তু করা হয়।
এরপর, হুথি নেতা আব্দেলমালিক আল-হুথি দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার তথ্য নিশ্চিত করে। এর একটি ছোড়া হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে এবং এটি ইসরায়েলের যুদ্ধবিমান হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়।
এ ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুথিদের “প্রতিরোধ অক্ষের শেষ শক্ত ঘাঁটি” বলে আখ্যায়িত করেন এবং হুথিদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
একই সময়ে, হুথি মন্ত্রণালয়ের উপদেষ্টা তাওফিক আল-হুমাইরি ঘোষণা করেন যে, ইয়েমেন এখন সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে রয়েছে।
হুথিদের এই হামলাকে গাজায় ইসরায়েলি আক্রমণের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই ধারণা করছে বিশেষজ্ঞরা।