দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া শনিবার দ্বিতীয় দিনের মতো সীমান্ত এলাকায় জিপিএস সংকেত বিঘ্নিত করেছে, যার ফলে অসংখ্য ফ্লাইট ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার পশ্চিম সীমান্ত শহর কায়েসং এবং কাছাকাছি হেজু শহর থেকে জিপিএস সংকেত হস্তক্ষেপের কার্যক্রম শনাক্ত করা হয়েছে। এই কার্যক্রম অসংখ্য বেসামরিক বিমান ও বেশ কয়েকটি জাহাজের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়াকে অবিলম্বে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং এর ফলে যে কোনো পরিণতির জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে বলে সতর্ক করেছে। (hn/2)