চীনের ডিপসিক AI এর আগমনে মার্কিন ও ইউরোপীয় টেক শেয়ারে বিলিয়ন ডলার ধ্বস 

চীনের এআই স্টার্টআপ কোম্পানি ডিপসিক (DeepSeek)-এর নতুন এআই মডেল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রযুক্তি শেয়ার বাজারে ব্যাপক ধস নামিমেছে।

বিশ্লেষকদের মতে, এই ধসের ফলে গ্লোবাল টেক জায়ান্টগুলোর বাজার মূলধন প্রায় ১ ট্রিলিয়ন ডলার (প্রায় ১১৭ লক্ষ কোটি টাকা) হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ারবাজারে এই নেতিবাচক প্রভাবের পেছনে ডিপসিকের চালু করা অত্যন্ত উন্নত ও সাশ্রয়ী মূল্যের এআই মডেলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। 

অ্যাপল অ্যাপ স্টোরে রেকর্ড সাফল্য:

ডিপসিকের নতুন এআই মডেলটি মুক্তির মাত্র কয়েকদিনের মধ্যে অ্যাপল অ্যাপ স্টোরের টপ লিস্টে জায়গা করে নেয়।
ব্যবহারকারীদের মধ্যে এর জনপ্রিয়তা মূলত এর স্বল্প খরচ, উচ্চ দক্ষতা এবং ব্যবহারে সহজলভ্যতার কারণে।

এই মডেলটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে ওপেনএআই (OpenAI)-এর ‘ChatGPT’ এবং মেটা (Meta)-এর ‘ললামা (Llama)’-এর মতো প্রিমিয়াম এআই পরিষেবাগুলোর সাথে, যা বর্তমানে বাজারে তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে।  

বাজার প্রতিক্রিয়া ও শেয়ার ধস:

ডিপসিকের সাফল্যের খবর প্রকাশের পরপরই নাসডাক (NASDAQ) এবং ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলোতে টেক জায়ান্টগুলোর শেয়ার দাম দ্রুত নিচে নেমে আসে।

মার্কিন বাজারে মেটা (Meta), অ্যালফাবেট (Alphabet), এবং মাইক্রোসফট (Microsoft)-এর শেয়ারে ৫-৮% পর্যন্ত পতন রেকর্ড করা হয়েছে। একইভাবে ইউরোপে এসএপি (SAP) এবং এসই (ASML)-এর মতো কোম্পানিগুলোও ধসের মুখে পড়েছে।

আন্তর্জাতিক বাজারে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাব বৃদ্ধির এই ঘটনাকে অনেকেই ‘টেক্নোলজিকাল পাওয়ার শিফ্ট’ হিসেবে আখ্যায়িত করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *