জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজ তো সবাইকেই পড়তে হয় কিন্তু আমরা অনেকেই জানাজার নামাজের দোয়া সহীহ শুদ্ধ করে পারিনা। তাই চলুন, আজকে ইনশাআল্লাহ আমরা জানাজার নামাজের দোয়া শিখে নিবো। দোয়া জানা না থাকলে কী করনীয় সে সম্পর্কেও আলোচনা হবে ইনশাআল্লাহ।

জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজে মৃতের জন্য যে দোয়া পড়া হয় তা শিশু ও বয়স্কদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে।
মৃত ব্যক্তি যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে নিম্ন স্বরে এই দোয়া পড়বে-

اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَاوَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَاوَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّافَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ ومَنْ تَوَفَّيْتَهُ مِنَّافَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ

জানাজার নামাজের দোয়া বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান

নাবালেগের জানাজার নামাজের দোয়া

اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًاوَّاجْعَلْهُ لَنَا اَجْرً اوَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।

অপ্রাপ্ত বয়স্ক লাশ মেয়ের হলে ‘হু’ (هُ) স্থানে ‘হা’ (هَا) বলতে হবে। এই দুআ পাঠের পর ইমাম চতুর্থ তাকবীর বলে প্রথমে ডানে ও পরে বামে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি’ বলে সালাম ফিরাবে। মুক্তাদীরাও তার অনুকরণ করবে।

এখানে দেখুন: জানাজার নামাজের নিয়ম

জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজের দোয়া জানা না থাকলে করনীয়

জানাজার নামাজের দোয়া দোয়া দুটি কারও জানা না থাকলে পড়বে— উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিলমুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ: হে আল্লাহ! আপনি মুমিন নারীপুরুষ উভয়কে ক্ষমা করে দিন।

জানাজার নামাজের নিয়ত

জানাজার নামাজ ফযজে কেফায়া। চার তাকবীরের সহিত আদায় করিতেছি মনে করে “আল্লাহু আকবার” বলে হাত তুলে হাত বাঁধবে।

ফরজে কেফায়া মানে হলো দুইএকজন আদায় করলে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়।

জানাজার নামাজের নিয়ম

প্রথম তাকবিরের পর সানা, দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরিফ পড়া। তারপর তৃতীয় তাকবিরের পর দোয়া পড়বেন। এরপর চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

জানাজার নামাজে তৃতীয় তাকবির বলে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তখনো হাত ওঠাবেন না। তারপর চতুর্থ তাকবির বলবেন। তখনো হাত ওঠাবেন না। এরপর ডান ও বাঁ দিকে সালাম ফেরাবেন। ইমাম সাহেব তাকবির উচ্চস্বরে বলবেন এবং বাকি দোয়া দরুদ অনুচ্চস্বরে পড়বেন। মুক্তাদিরা সবই অনুচ্চ স্বরে তাকবির ও দোয়া দরুদ পড়বে।

জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজের ফজিলত

জানাজার নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। মৃতের জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার এবং অবশ্য পালনীয় ফরজ নির্দেশ। কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া।

কিছুসংখ্যক মুসলমান এ দায়িত্ব পালন করলে অন্যরাও দায়িত্বমুক্ত হয়ে যাবে। যদিও এলাকার সব লোক ও আত্মীয়স্বজনের দায়িত্ব হচ্ছে মৃতের জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং তার আত্মীয়স্বজনদের সান্ত্বনা দিবে।

হাদিসের প্রসিদ্ধ মৌলিক ছয়টি গ্রন্থসহ অন্যান্য হাদিসের গ্রন্থগুলো হয়েছে যে- মহানবী (সা.) ইরশাদ করেছেন, যে লোক কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে এক কিরাত পরিমাণ নেকি লাভ করে। আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজেও অংশগ্রহণ করে, সে দুই কিরাত পরিমাণ সওয়াব লাভ করে।

একজন সাহাবি প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল! দুই কিরাত মানে কি? নবী করীম (সা.) বললেন, দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাত হলো উহুদ পাহাড়ের সমান।

জানাযা নামাজ পড়ার পদ্ধতি

জানাযা নামাজ আদায় করার পদ্ধতি হলো- জানাজার নামাজ আদায়ের আগে মৃত ব্যক্তিকে কিবলার দিকে মাথা করে জমিনে রাখতে হবে। ইমাম তার বুক বরাবর দাঁড়াবেন। এরপর জানাজার নামাজের নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেই যথেষ্ট। মুখে আলাদা করে উচ্চারণ করতে হয় না, তবে কেউ করলে অসুবিধা নেই।

তাকবির বলে উভয় হাত কান পর্যন্ত ওঠাতে হয়। এরপর নাভির নিচে হাত বেঁধে সানা (নামাজের) পড়তে হয়। তবে সানার মধ্যে ‘ওয়া তাআলা জাদ্দুকা’-এর পর ‘ওয়া জাল্লা সানাউকা’ও পড়তে হয়। এরপর তাকবির বলে দরুদে ইবরাহিম পড়তে হয়। তারপর তাকবির বলে নির্দিষ্ট দোয়া পড়তে হয়। চতুর্থ তাকবির বলে ডানে-বাঁয়ে সালাম ফেরাতে হয়।

জানাজা নামাজের দোয়া সম্পর্কে

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমরা জানাযার নামাজ আদায় করবে, তখন মাইয়াতের জন্য খালেস অন্তরে দুআ করবে। অতএব মৃত ব্যক্তি ভাল-মন্দ যাই-ই হোক না কেন, তার জন্য খোলা মনে দোয়া করতে হবে।

Related searches from google

জানাজার নামাজের দোয়া সমূহ pdf

জানাজার নামাজের তৃতীয় দোয়া

জানাজার নামাজের নিয়ম ও দোয়া

জানাজার নামাজের দোয়া আরবিতে

মহিলাদের জানাজার নামাজের দোয়া

জানাজার নামাজের দোয়া ছবি

জানাজার নামাজের দোয়া না জানলে

জানাজার নামাজের দোয়া ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *