তারাবির নামাজের দোয়া ও মোনাজাত তুলে ধরা হলো- তারাবিহ নামাজ রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা হলো- আল্লাহ তাআলা এ মাসের দিনের বেলা রোজা রাখা ফরজ করেছেন আর এ মাসের কিয়াম তথা রাতে নামাজ পড়াকে গুনাহ মাফের উপলক্ষ্য বানিয়েছেন। এশার নামাজের পরই পড়া হবে তারাবিহ।
তারাবির নামাজের দোয়া
দুই রাকাত করে তারাবিহ নামাজ আদায় করতে হয়, চার রাকাত করে পড়তেও কোন সমস্যা নেই। প্রতি ৪ রাকাত পরপর কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। বিশ্রামের এ সময়টিতে মুসল্লিরা তাসবিহ-তাহলিল পড়ে ও আল্লাহর কাছে দোয়া করে। আবার অনেকে ৪ রাকাত পর পর বহু প্রচলিত একটি দোয়া পড়ে থাকেন। তাহলো-
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزّةِ والْعَظْمَةِ وَالْهَيْبَةِوَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِوَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّناوَرَبُّ المْلائِكَةِوَالرُّوْحِ
তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণ : সুবহানাজিল মুলকি অল মালাকুতি, সুবহানাঝিল ইয্যাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।
তারাবিহ নামাজের ফজিলত
তারাবিহ নামাজ গুনাহ মাফের অন্যতম উপায়। রমজান মাসে তারাবিহ বা তাহাজ্জুদ নামাজ পড়লে বিগত জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়ার কথা হাদিসে এসেছে।
আরও পড়ুন : ইফতারের দোয়া বাংলা-আরবি অর্থসহ
তারাবিহ নামাজের মোনাজাত
তারাবিহ নামাজের রাকাত সংখ্যা নিয়ে বহু মতভেদ রয়েছে। যে যত রাকাত নামাজই পড়ুন না কেন, অনেকেই ৪ রাকাত পরপর মোনাজাত করে থাকেন আবার অনেকে পুরো নামাজ শেষ করে মোনাজাত করে থাকেন। মোনাজাতের ক্ষেত্রেও কোরআন-সুন্নাহর মাসনুন দোয়াগুলো পড়া যেতে পারে। তবে তারাবিহ নামাজের বহুল প্রচলিত একটি দোয়া অনেকেই পড়ে থাকেন। তাহলো-
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَوَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ-بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُيَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ -اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِيَامُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ-بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বাররু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’
অনেকের মাঝেই দ্রুত কিংবা তাড়াতাড়ি তারাবিহ নামাজ পড়ার প্রবণতা দেখা যায়। এমনটি কোনোভাবেই উচিত নয়। বরং তারাবিহ নামাজ ধীরস্থিরভাবে পড়াই উত্তম। এতে তারাবিহ নামাজের সৌন্দর্য ও মর্যাদা প্রকাশ পায়। গুনাহ থেকে মুক্তি পায় মুমিন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে খতম তারাবিহসহ ধীরস্থিরভাবে রাতের এ নামাজ ও তাহাজ্জুদ পড়ার তাওফিক দান করুন। গুনাহ থেমে মুক্তির পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
Related searches
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
তারাবির নামাজের দোয়া সুবহানা জিল মুলকি
তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ