পুরুষকে সৃষ্টি করার সময় সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা পুরুষের সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব ও শ্রেষ্ঠত্বকে সামনে রেখে তার চেহারায় এমন এক অলঙ্কার পড়িয়ে দিলেন যা তার ব্যক্তিত্বকে বেশি সুন্দর এবং প্রভাবশালী হিসেবে প্রকাশ করেছে। পুরুষের চেহারায় পড়িয়ে দেওয়া সেই অলঙ্কার হচ্ছে দাড়ি।

পুরুষের জন্য দাড়ি আল্লাহর এক অপূর্ব নিয়ামত–যা খোদায়ি সৃষ্টির অপরূপ সৌন্দর্য হওয়ার পাশাপাশি নবিগণের শারীরিক বৈশিষ্ট্যও বটে। তাছাড়া দাড়ি রাখার রয়েছে নানাবিধ উপকার ও ফজিলত।
এই বইটিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কাজ ও কর্মপদ্ধতির আলোকে আল্লাহর দেয়া বিশেষ সেই অলঙ্কার–দাড়ির গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে তুলে ধরা হয়েছে।
.
(উল্লিখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত ‘দাড়ি মুমিনের সৌন্দর্য’ বই থেকে নেওয়া।)
.
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *