আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির চেষ্টা করছে। তাকে রোহিঙ্গা মুসলিমদের উপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, বিশেষত বিতাড়ন ও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
“মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট” (MAP) তার নেতৃত্বে সংঘটিত ব্যাপক নির্যাতন ও অত্যাচারের প্রমাণ দাখিল করেছে। সংস্থাটির দাবি, এই অপরাধগুলো “সুনির্দিষ্ট এবং রাষ্ট্রব্যাপী নীতি অনুযায়ী সংঘটিত”, যা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে।
তবে এই গ্রেফতারী পরোয়ানা জারী হলেও তা নামে মাত্র। কেননা মিয়ানমা কার্যত সমগ্র বিশ্ব থেকে নিজেকে যথা সম্ভব বিচ্ছিন্ন করে রেখেছে।