সেপ্টেম্বরের ১৭-১৮ তারিখে লেবানন ও সিরিয়ায় সংঘটিত হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সক্রিয় ভূমিকা ছিল বলে দুই প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে।
মোসাদ প্রায় এক দশক ধরে পরিকল্পনা করে শেল কোম্পানি এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে হিজবুল্লাহকে ৫,০০০ বিস্ফোরক-সজ্জিত পেজার সরবরাহ করে।
ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল, যা নির্দিষ্ট বোতাম চাপলে বা ইসরায়েল থেকে সংকেত পেলে বিস্ফোরণ ঘটত।
হামলায় ৩০ জন নিহত এবং ৩,০০০ জনের বেশি আহত হন। এমনকি হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে দ্বিতীয় দিনের হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।
হিজবুল্লাহ এবং ইরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করলেও তখন তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
হামলায় শিশু-সহ নিরপরাধ মানুষ নিহত হওয়ায় মোসাদের “নির্ভুল অপারেশন” এর দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।