রোজার নিয়ত সহিহ শুদ্ধভাবে জেনে নেয়া যাক। রমজান মাসে প্রতিটি সুস্থ-সবল মানুষের জন্যই রোজা রাখা বাধ্যতামূলক। ফজরের আগে সেহরির মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং মাগরিবের আগে ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি করতে হয়। এ দুটি সময়ে নিয়ত এবং দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয়, আবার ইফতারের আগে দোয়া করে ইফতার শুরু করতে হয়। পবিত্র কোরআনে রমজান মাসের উল্লেখ করা হয়েছে। রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।
রোজার নিয়ত বাংলা
হে আল্লাহ্! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম, যা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব,আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
রোজার নিয়ত আরবি
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِرَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى،اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم.
রোজার নিয়ত বাংলা উচ্চারণ
নাওয়তু আন আছুমা গদান, মিন শাহরি রামাদানাল মুবারক, ফারদান লাক, ইয়া আল্লাহ। ফাতাক্বব্বাল মিন্নি, ইন্নাকা আনতাস্ সামীউল আলীম।
FAQ
রোজার নিয়ত কখন করতে হয়?
সুবহে সাদেকের পূর্বেই নিয়ত করা উত্তম। তবে রমজানের রোজার নিযত দিনের মধ্যভাগের আগ পর্যন্ত সময়ের মধ্যে করারও সুযোগ আছে। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে সমান দু’ভাগ করলে প্রথম ভাগ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে। সুবহে সাদেকের সময় যদি হয় ৩টা ৫০ মিনিট আর সূর্যাস্তের সময় যদি হয় ৬টা ৪০ মিনিট তাহলে বেলা ১১টা ১৫মিনিট হবে সেদিনের রোজার নিয়তের শেষ সময়। তাহলে সুবহে সাদিক থেকে বেলা ১১টা পর্যন্ত যদি রোজা ভাঙ্গার কোনো কারণ পাওয়া না যায় তবে বেলা ১১টায় রোজার নিয়ত করলেও রোজা হয়ে যাবে।
শেষ কথা
রোজার, নামাজের নিয়ত, তারাবির নামাজের নিয়ত আপনি যা ই বলেন না কেন এগুলো মুখে উচ্চারণ করে পড়া জরুরি নয়। নিয়ত মানে ইচ্ছা। সুতরাং মনে মনে দৃঢ় ইচ্ছা করে নেয়ার দ্বারাই নিয়ত সহিহ শুদ্ধভাবে হয়ে যাবে। মুখে বলা বা পড়া একদমই জরুরী নয়।
جـــــزاکـــــــــــم الله خيرا
মুফতি বেলাল বিন জামাল
belalhasan1977@gmail.com
Whatsapp: +8801843937327
এখানে দেখুন: রমজানের সময় সূচি 2024 |
Related searches