২৪ নভেম্বর ২০২৪ সালে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিন জর্জেস্কু এক কট্টর ডানপন্থী প্রার্থী ২২.৯% ভোট পেয়ে সবাইকে চমকে দেন। যেখানে তার ভোট পাওয়ার পূর্বাভাস ছিল ১০% এরও কম।
টিকটকের মাধ্যমে তাঁর প্রচারনা তরুণ ভোটারদের টানতে সফল হয়। যেখানে তিনি ইইউ ও ন্যাটো বিরোধী বার্তা ছড়ান।
তাঁর অ্যাকাউন্ট ২.৬ লাখ ফলোয়ার এবং ৩.৬ মিলিয়ন লাইক অর্জন করেছে। এমনকি ইউক্রেনীয় শরণার্থীরা রোমানিয়ান শিশুদের চেয়ে বেশি সাহায্য পাচ্ছে—এমন ভুয়া তথ্যও ৫০ লাখের বেশি বার দেখা হয়।
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে ইইউ আইনপ্রণেতা ভ্যালেরি হেয়ার টিকটক সিইওকে ইউরোপীয় পার্লামেন্টে হাজির হয়ে ভুয়া অ্যাকাউন্ট ও নির্বাচনে ভ্রান্ত তথ্য ছড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।