ইসরায়েলি দখলদার বাহিনী লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে।
মার্কাবা শহরে একটি গাড়িতে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন।
আল-তাইবেহ শহরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
রমেইশ (খারবেত কোরা) এলাকায় তিনটি শেল নিক্ষেপে একটি বাড়ি ও সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিনত জবেইল শহরে বাড়ি ফিরতে চাওয়া সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে।
কফারশুবা শহরের উপকণ্ঠে দুটি শেল নিক্ষেপ করেছে একটি ইসরায়েলি ট্যাংক।
এই হামলাগুলোর ফলে আঞ্চলিক উত্তেজনা আবারও যেকোন মুহূর্তে বৃদ্ধি পেতে পারে।