সহজেই পালন করা যায় এমন ২০ সুন্নত

মুসলমানের প্রতিটি কাজ সওয়াবের। প্রতিটি কর্ম ও ক্রিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন। সে জন্য সবকিছু আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হওয়া জরুরি। রাসুল (সা.)-এর ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে তিনি সর্বোৎকৃষ্ট ও উজ্জ্বলতর পথনির্দেশনা দিয়েছেন। তার সেই নিদের্শনা কিংবা অভ্যাস-চরিত আমাদের কাছে সুন্নত নামে সুপরিচিত।

আল্লাহ তাআলা তার রাসুল (সা.)-কে অনুসরণ করতে বলেছেন। সুন্নতের অনুসরণ মানে রাসুলের অনুকরণ।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘যে রাসুলের আনুগত্য করল, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল।’

(সুরা আন-নিসা, আয়াত : ৮০)

১. মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। (সহিহ মুসলিম, হাদিস : ৮৯৮)
২. বৃষ্টির হলে দোয়া করা। (সহিহ বুখারি, হাদিস : ১০৩২)
৩. রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। (সহিহ বুখারি, হাদিস : ৫২১১)
৪. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। (সহিহ মুসলিম, হাদিস : ২০৬৪)
৫. কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। (বায়হাকি, হাদিস : ১৭৫৯৫)
৬. মাঝে-মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।

(সহিহ মুসলিম, হাদিস : ২৫৩১)
৭. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। (মুখতাসার যাদুল মাআদ : ১/২৭)
৮. ধোঁয়া ওঠা গরম খাবার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। (বায়হাকি, হাদিস : ৪২৮)
৯. করজে হাসানা (সুদবিহীন ঋণ) দেওয়া। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮০)

১০. নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। (সহিহ বুখারি, হাদিস : ৭৩১)

১১. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাত নামাজ আদায় করা।
(মুসনাদে বাজ্জার, হাদিস : ৮৫৬৭)
১২. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪১৩৫)
১৩. যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া। (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৭৮)
১৪. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিজ পাঠ করা।

অতঃপর সূর্য উঠার পর দুই রাকাত নামাজ আদায় করা। (আরশিফু মুলতাকা, হাদিস : ৪৫৬৯)
১৫. দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশে নতুন একটি ভাষা শেখা। (মুসনাদে আহমাদ, হাদিস : ২১৬১৮)
১৬. বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে যাওয়া। (তাবারানি, হাদিস : ৬১৩৯)
১৭. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৫০৮)
১৮. রাতে অজু অবস্থায় ঘুমানো। (ফাতহুল বারি : ১১/১১০)
১৯. মাঝে-মধ্যে খালি পায়ে হাঁটা। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪১৬০)
২০. মৃত্যুর আগেই সম্পদ সন্তান-সন্ততির ব্যাপারে অসিয়ত লিখে যাওয়া। (সহিহ বুখারি, হাদিস : ২৭৩৮)

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায়  রাসুল (সা.)-এর প্রতিটি সুন্নত। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন।

সহজেই পালন করা যায় এমন ২০ সুন্নত

তাহাজ্জুদ নামাজের নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *