ত্যাগের মহিমায় ভাস্বর যারা—

তালহা ইবনু উবাইদুল্লাহ তামিমি রাযিয়াল্লাহু আনহু। তিনি উহুদের যুদ্ধে অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছিলেন। তিনিও সেই জীবন উৎসর্গকারীদের একজন, যারা জীবনের বিনিময়ে রাসুলকে সবধরনের আঘাত থেকে হেফাজত করেছেন। রাসুলের ওপর আসা আঘাত প্রতিহত করতে গিয়ে তার শরীরের একাধিক জায়গায় জখম হয়েছিল। একপর্যায়ে ক্লান্তিতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই যুদ্ধে তার সাহসিকতার ব্যাপারে বর্ণিত আছে, তিনি একটি তির রাসুলের দিকে ছুটে আসতে দেখলেন। দৌড়ে গিয়ে সেদিকে হাত বাড়িয়ে দিলেন এবং তিরটি ধরে ফেললেন। পরবর্তী সময়ে তার সেই হাতটি অবশ হয়ে গিয়েছিল, যা দিয়ে তিনি যুদ্ধের ময়দানে আল্লাহর রাসুলকে রক্ষা করেছিলেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অসীম সাহস এবং পাহাড়সম দৃঢ়তার কারণে আত্মসমর্পণ কিংবা পলায়নের পরিবর্তে প্রতিরোধ যুদ্ধকেই বেছে নিয়েছিলেন। সাহাবিরাও মরণপণ লড়াই চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত মুসলিমরা যুদ্ধের ময়দানে আবারও ভারসাম্যপূর্ণ অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হলেন।

যেকোনো খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয়ের বিকল্প ব্যবস্থা রেখেছিলেন এবং তিনি একটা নিরাপদ জায়গা আগে থেকেই বেছে রেখেছিলেন, যেখানে মুসলিমরা আশ্রয় নেওয়ার সুযোগ পেতে পারে। সেই গিরিপথে মুসলিমদের পুনরায় সুসংহত হতে দেখে মুশরিকরা বুঝে নিল যে, সাহাবিরা আত্মসমর্পণ করবেন না। তখন কাফিররা একপ্রকার বাধ্য হয়েই যুদ্ধজয়ের আগ্রহ ত্যাগ করে মক্কায় ফিরে গেল।
.
(উল্লিখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত ‘সুরভিত সাহাবি জীবন’ বই থেকে নেওয়া।)
.
রেফারেন্সঃ সহিহ বুখারি, হাদিস : ৪০৬৩
.
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…

অর্ডার করুন সুরভিত সাহাবি জীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *